Image Credit: Google

এমন অনেকেই আছেন যাঁরা কথা বলতে শুরু করলেই মুখ থেকে দুর্গন্ধ বেরয়।

 1 

Image Credit: Google

যে কারনে অনেক ব্যাক্তি ওই লোকের কাছে ঘেষতে চান না!

 2 

Image Credit: Google

তবে কিছু নিয়ম মানলে মুখের গন্ধ তো দূর হবেই, লোকেও যেচে কথা বলতে পছন্দ করবে।

 3 

Image Credit: Google

দন্তরোগ বিশেষজ্ঞরা দিনে দু’বার ব্রাশ করার পরামর্শ দিচ্ছে।

 4 

Image Credit: Google

শুধু ব্রাশ করলেই হবে না, সঙ্গে পরিষ্কার রাখতে হবে জিভ।

 5 

Image Credit: Google

প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন।

 6 

Image Credit: Google

ভালো করে মুখ ধুয়ে নিয়ে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন।

 7 

Image Credit: Google

মুখের দুর্গন্ধ দূর করতে ধূমপান এবং তামাক সেবন ত্যাগ করুন।

 8 

Image Credit: Google

স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করতে নিয়মিত ভিটামিন সি যুক্ত নানা ফল খান।

 9 

Image Credit: Google

সমস্যা বেশি মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

 10