ফুলের রাজ্যে অর্কিড এক অনিন্দ সুন্দর ফুল। তবে বাড়িতে Orchid রাখতে গেলে কিছু বিষয় জানতে হবে
Image Credit: Googe
ঘর সাজানো হোক বা অফিস, শখের ছাদ বাগান বা কোনও অনুষ্ঠানের মঞ্চ, প্রায় সবখানেই এই মন মাতানো অর্কিডের রয়েছে বিশেষ কদর
Image Credit: Unsplash
অর্কিড একটি বিশাল পরিবার যার প্রায় ৯০০ গণ এবং ৩০,০০০ এরও অধিক প্রজাতি রয়েছে। আকর্ষণীয় রঙ, বিভিন্ন ধরনের গড়ন, সুগন্ধ, ঔষধি গুণাগুণ, দীর্ঘ স্থায়িত্বকাল এর বিশেষ বৈশিষ্ট্য
Image Credit: Unsplash
বাড়িতে অনেকেই সখ করে এই গাছ রাখেন, টবে চাষের ক্ষেত্রে বড় গাছের নিচে এ ফুলের চাষ করা যেতে পারে, বা শেডের নিচে ঝুলিয়েও রাখা যায়
Image Credit: Unsplash
অর্কিডে উপর থেকে কখনোই জল দেওয়া যাবেনা। কারন এতে করে ফুলের কুঁড়িতে ও পাতার ফাঁকে জল জমে থাকে। যাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে
Image Credit: Unsplash
অর্কিড বেশি জল সহ্য করতে পারেনা, খুব ঠান্ডা জল অর্কিডের মূলের ক্ষতি করে থাকে। সব সময় অর্কিডে সাধারন নাতিশীতোষ্ণ জল ব্যবহার করুন
Image Credit: Unsplash
অতিরিক্ত তাপমাত্রা অর্কিডের জন্য সুখকর নয়। তাই সরাসরি সূর্যের আলোতে অর্কিডের টব বা পাত্র না রাখাই ভালো
Image Credit: Unsplash
অর্কিডের আদি শিকড় বা এ্যরিয়েল রুট এর জীবন ধারনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক অর্কিড এমন মূল দ্ধারা শ্বাসকার্য চালায় আর এটি খুব সাধারন প্রাকৃতিক নিয়ম। তাই এগুলোকে কাটবেন না