ফুলের রাজ্যে অর্কিড এক অনিন্দ সুন্দর ফুল। তবে বাড়িতে Orchid রাখতে গেলে কিছু বিষয় জানতে হবে

Image Credit: Googe

ঘর সাজানো হোক বা অফিস, শখের ছাদ বাগান বা কোনও অনুষ্ঠানের মঞ্চ, প্রায় সবখানেই এই মন মাতানো অর্কিডের রয়েছে বিশেষ কদর

Image Credit: Unsplash

অর্কিড একটি বিশাল পরিবার যার প্রায় ৯০০ গণ এবং ৩০,০০০ এরও অধিক প্রজাতি রয়েছে। আকর্ষণীয় রঙ, বিভিন্ন ধরনের গড়ন, সুগন্ধ, ঔষধি গুণাগুণ, দীর্ঘ স্থায়িত্বকাল এর বিশেষ বৈশিষ্ট্য

Image Credit: Unsplash

বাড়িতে অনেকেই সখ করে এই গাছ রাখেন, টবে চাষের ক্ষেত্রে বড় গাছের নিচে এ ফুলের চাষ করা যেতে পারে, বা শেডের নিচে ঝুলিয়েও রাখা যায়

Image Credit: Unsplash

অর্কিডে উপর থেকে কখনোই জল দেওয়া যাবেনা। কারন এতে করে ফুলের কুঁড়িতে ও পাতার ফাঁকে জল জমে থাকে। যাতে গাছ নষ্ট হয়ে যেতে পারে

Image Credit: Unsplash

অর্কিড বেশি জল সহ্য করতে পারেনা, খুব ঠান্ডা জল অর্কিডের মূলের ক্ষতি করে থাকে। সব সময় অর্কিডে সাধারন নাতিশীতোষ্ণ জল ব্যবহার করুন

Image Credit: Unsplash

অতিরিক্ত তাপমাত্রা অর্কিডের জন্য সুখকর নয়। তাই সরাসরি সূর্যের আলোতে অর্কিডের টব বা পাত্র না রাখাই ভালো

Image Credit: Unsplash

অর্কিডের আদি শিকড় বা এ্যরিয়েল রুট এর জীবন ধারনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক অর্কিড এমন মূল দ্ধারা শ্বাসকার্য চালায় আর এটি খুব সাধারন প্রাকৃতিক নিয়ম। তাই এগুলোকে কাটবেন না

Image Credit: Unsplash