Music therapy : মন ও শরীর সুস্থ রাখতে ওষুধের সঙ্গে নিন মিউজিক থেরাপি
Image Credit: Unsplash
মনোরঞ্জন থেকে বিষণ্ণতা কাটানোর সঙ্গী গান, তবে জানা গেছে গান স্বাস্থ্যের জন্যেও খুব উপকারি
Image Credit: Unsplash
গান মন যেমন ভালো রাখতে সাহায্য করে,তেমন শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করে। অনেক সময় হতাশাগ্রস্ত রুগীদের সুস্থ করার জন্য তাদের পচ্ছন্দের গান শোনানো হয়
Image Credit: Unsplash
পচ্ছন্দের গান সোজা গিয়ে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে হানা দেয়, ফলে তারা উদ্দীপিত হয়
Image Credit: Unsplash
কোনো কঠিন কাজ করার সময় যেমন অঙ্ক করার সময় গান শুনলে নাকি মনযোগ সহকারে অঙ্ক করা যায়
Image Credit: Unsplash
মনোযোগ সহকারে কোনো কাজ করলে সাফল্যের হার বৃদ্ধি পায়
Image Credit: Unsplash
গবেষকদের মতে, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, সেরিব্রাল পালসি, অটিজমের মতো রোগের চিকিৎসার সঙ্গে মিউজিক থেরাপি চললে রুগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে
Image Credit: Unsplash
Learn more