Some amazing birds: ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আজও কিছু মানুষ পশু পাখিদের মধ্যে ভালোবাসাকে খোঁজে।
Image Credit: Googe
আমাদের পৃথিবীতে এমন কয়েকটি পাখি রয়েছে যাদের সৌন্দর্যে মুগ্ধ বাধ্য হবেন আপনিও।
Image Credit: Googe
আমাদের দেশের জাতীয় পাখি Peacock সবুজ এবং নীল মূলত দুই রকমের ময়ূর লক্ষ্য করা যায় এশিয়া মহাদেশে।
Image Credit: Googe
Golden Pheasant ৯০-১০৫ সেমি লম্বা হয় এবং এদের শরীরের আকৃতির দুই তৃতীয়াংশ দৈর্ঘ্য এদের লেজের সমান।
Image Credit: Googe
Scarlet Macaw পাখিগুলি হবুহ মানুষের মতো কথা বলতে পারে। প্রায় ৪০-৪৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।
Image Credit: Googe
Blue Jay পাখি অন্য যেকোনো পাখির ডাক নকল করতে পারে এর ফলে অন্য পাখিরা বিভ্রান্তির মধ্যে পড়ে।
Image Credit: Googe
Flamingo প্রতিঘন্টায় ৫৬ কিমি পর্যন্ত উড়তে সক্ষম। এই পাখিটিকে ‘ওয়েডিং বার্ড’ নামে ডাকা হয়।
Image Credit: Googe
Learn more