আজ ১৫ এপ্রিল ইম্ফলের খুমান লম্পক ইনডোর স্টেডিয়ামে হবে Miss India 2023 প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে
Image Credit: Googe
এই প্রতিযোগিতায় অংশ নিতে ইম্ফলে এসে গেছেন বিভিন্ন রাজ্যের সেরা সুন্দরীরা। এবারে রয়েছেন ২৯ জন প্রতিযোগী
Image Credit: Googe
শনিবারের প্রতিযোগিতায় যিনি সেরার শিরোপা পাবেন তিনি যাবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। সেদিন ইম্ফলে থাকবেন বিনোদন জগতের তারকা অন্যন্যা পান্ডে এবং কার্তিক আরয়ান
Image Credit: Googe
এবার বিচারকের আসনে থাকবেন ২০০২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা ধুপিয়া। প্রতিযোগিতার সঞ্চালক হিসাবে থাকবেন মনিয়েশ পাল এবং ভূমি পেডনেকার
Image Credit: Unsplash
এর আগে যাদের মাথায় উঠেছে মিস ইন্ডিয়ার শিরোপা তাদেরও অনেকেই থাকবেন ওই প্রতিযোগিতায়
Image Credit: Unsplash
প্রতিযোগীরা ইম্ফলে নামার পরেই তাদের স্বাগত জানান মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং
Image Credit: Google
প্রতিযোগীদের একটি ভিডিও টুইট করে মণিপুরের মুখ্যমন্ত্রী লিখেছেন, “দেশের রত্ন, সংস্কৃতির পীঠস্থান মণিপুরে ফেমিনা মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।”
Image Credit: Google