আচ্ছা বিয়ের কি কোনো বয়স হয়? জীবনের কোন পর্যায়ে থাকলে বিয়ে করার সময়টাকে সবচেয়ে উপযুক্ত মনে হয়?
Image Credit: Googe
কেউ কেউ কুড়ির কোঠায় পৌঁছেই পেয়ে যায় জীবনসঙ্গী। আবার কারোর জীবনসঙ্গী খুঁজতে খুঁজতে চল্লিশ পেরিয়ে যায়।
Image Credit: Googe
তবে বিয়ের ক্ষেত্রে শুধু বয়স না! জড়িয়ে থাকে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার।
Image Credit: Googe
যেই ছেলেটি বা মেয়েটি বিয়ে করছে সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত কি না।
Image Credit: Googe
জীবনের সবথেকে বড় দায়িত্ব পালনের জন্য নিজেকে উপযুক্ত ভাবছেন কি না। এবং তার ক্যারিয়ারের কোন পর্যায়ে আছে।
Image Credit: Googe
বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী ও সুমধুর করার জন্য ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করার পরামর্শ দিচ্ছে গবেষকরা।
Image Credit: Googe
২৮-৩২ বছর বয়সেই ছেলে বা মেয়ের মধ্যে পরিণতবোধ আসে। তারুণ্যের অস্থিরতা অনেকটাই কেটে যায়।
Image Credit: Googe
এই বয়সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাঁরা। দায়িত্ব বোধ আসে জীবনে। তাই ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যেই বিয়ে সেরে ফেলা দরকার।
Image Credit: Googe
তবে হ্যাঁ ৩২ বছর বয়সের পর বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়।
Image Credit: Googe