Masterchef India Nayanjyoti saikia, ইনস্টাগ্রামে থেকে সোজা মাস্টারশেফ ইন্ডিয়ার রান্নাঘরে
Image Credit: Googe
নয়নজ্যোতি শুধুমাত্র এবারের মাস্টারশেফ ইন্ডিয়ার খেতাব জেতেননি, একই সঙ্গে নিজের সরল ব্যবহারে সবার মন জিতেছেন
Image Credit: Googe
জনপ্রিয় শেফ বিকাশ খান্না হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে একজন অসমীয়া বাড়ির বাবুর্চি Nayanjyoti কে খুজে নিয়ে এসেছিলেন
Image Credit: Googe
শেফ বিকাশ খান্না প্রথম তাকে ইনস্টাগ্রামে দেখে মুগ্ধ হয়েছিলেন, তিনি নয়নজ্যোতিকে তার বাড়িতে নিয়ে গিয়ে রান্নার নমুনা নিয়েছিলেন
Image Credit: Googe
নয়নজ্যোতি সাইকিয়ার জন্ম ১৯৯৭ সালে, ডিব্রুগড়ের সুমারজ্যোতি বিদ্যালয় এবং জ্ঞান বিজ্ঞান একাডেমিতে তিনি পড়াশোনা করেছেন
Image Credit: Googe
পরে তিনি গুয়াহাটির গিরিজানন্দ চৌধুরী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে রান্নার প্রশিক্ষণ নিয়েছিলেন
Image Credit: Googe
কাঁকড়ার তরকারি দিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলেন তিনি, সর্বশেষ একটি অসমিয়া-শৈলীর হাঁস এবং একটি মিশ্র বেরি শরবত দিয়ে Masterchef India র খেতাব জেতেন
Image Credit: Googe
তিনি বলেছেন, ‘আজ সব থেকে বেশি খুশি আমার বাবা, উনি একসময় আমার রান্নার শখ পছন্দ করতেন না , আজ সবটা পাল্টে গেছে'
Image Credit: Googe