Lucky Plants for you আজ এমন ছয়টি গাছের কথা বলব যেগুলো আমরা বাড়ির মধ্যে বা আশেপাশে লাগালে বাড়িতে বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে

Image Credit: Unsplash

তুলসী গাছ: চারপাশ ইতিবাচক শক্তি দিয়ে ভরিয়ে তোলার পাশাপাশি সুখ সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্যও বাড়ির মূল দরজায় তুলসী গাছ লাগানো দরকার

Image Credit: Unsplash

মানি প্লান্ট: বাস্তুশাস্ত্র অনুসারে মনে করা হয় মানি প্লান্ট বাড়ির মূল দরজায় লাগালে বাড়িটি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে

Image Credit: Unsplash

জুঁই গাছ: এই গাছটি শুধুমাত্র নিজের সুগুন্ধি দিয়ে আমাদের মন কে শুধু যে শান্ত রাখে তাই নয়, বাড়িতে ধন সম্পদকে ডেকে নিয়ে আসে

Image Credit: Unsplash

ফার্ন উদ্ভিদ: বাড়ির মূল দরজার বাইরে এই গাছ লাগালে বাড়ির ভিতর ইতিবাচক শক্তি গুলি প্রবেশ করতে পারবে

Image Credit: Unsplash

পাম গাছ: এই গাছটিকে অনেকেই এয়ার পিউরিফায়ার উদ্ভিত বলে থাকেন। বাস্তুশাস্ত্রে পাম গাছ বাড়ির গেটের সামনে রাখলে ইতিবাচক শক্তিদের প্রবাহের বৃদ্ধি ঘটে

Image Credit: Unsplash

তাহলে আর দেরি কেন, জেনে ফেললেন এবার লাগিয়ে ফেলুন

Image Credit: Unsplash