১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন

Image Credit: Google

রাখি বন্ধন উৎসবের মধ্যমে হিন্দু মুসলমানের মৈত্রী এবং সৌভ্রাতৃত্ব কে আরও দৃঢ় করতে চেয়েছিলেন

Image Credit: Google

রামায়ণ অনুযায়ী, ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধে ছিলেন

Image Credit: Google

মহাভারতে বর্ণিত, এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে…

Image Credit: Google

দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন, তখন তিনি দ্রৌপদীকে বোনের মর্যাদা দেন

Image Credit: Google

জানা যায়, বিষ্ণু দেবকে ফিরে পেতে শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখী বেঁধে দেন

Image Credit: Google

রাখি বন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান

Image Credit: Google

ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে

Image Credit: Google