Image Credit: Google
প্রায় দেড়শো বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসাবে সসম্মানে দাঁড়িয়ে রয়েছে Statue of Liberty
1
Image Credit: Google
ফ্রান্সের জনগন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছরপূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিলো এই ভাস্কর্যটি
2
Image Credit: Google
মূর্তিটি Statue of Liberty নামে বিখ্যাত হলেও এটির আসল নাম ‘Liberty Enlightening the World’
3
Image Credit: Google
১৫১ ফুট উচ্চতা বিশিষ্ট Statue of Liberty মুকুটে উপস্থিত সাতটি স্পাইক সূর্য, সাত সমুদ্র, সাতটি মহাদেশ কে নির্দেশ করে।
4
Image Credit: Google
স্ট্যাচু অব লিবার্টির বেদিসহ উচ্চতা ৩০৫ ফুট। মোট ওজন ২২৫ টন বা ৪৫ হাজার পাউন্ড!
5
Image Credit: Google
মূর্তিটি এতটাই বড়ো যে এটির পায়ের মাপের জুতো কিনলে সাইজ লাগবে ৮৭৯
6
Image Credit: Google
প্রায় ১৬ বছর ধরে মূর্তিটিকে লাইট হাউস হিসাবে ব্যবহার করা হয়েছে।
7
Image Credit: Google
স্ট্যাচুটি ৩ ইঞ্চি ও মশালটি ৬ ইঞ্চি পর্যন্ত দুলতে পাড়ে যদি জোরে জোরে হাওয়া দেয় তবেই।
8
Image Credit: Google
মূর্তিটির মাথায় উঠতে আপনাকে ৩৫৪ টি সিঁড়ি অতিক্রম করতে হবে।
9
Image Credit: Google
প্রত্যেক বছর প্রায় ৩৫ লক্ষ মানুষ Statue of Liberty দেখতে আসে।
10
Image Credit: Google
বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন
11
Light Yellow Arrow
Learn more