পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাদের মুখের কথা নয় জীবন যাত্রা দেখে আমরা অনুপ্রাণিত হই, Ratan Tata তাদের মধ্যে একজন
Image Credit: Googe
আজ তাঁর জীবনের এমন ৫ টি কথা বলব যেগুলি আপনার মনে অনুপ্রেরনা সঞ্চার করবে
Image Credit: Googe
রতন টাটা সবসময় বলেন, ক্ষমতা এবং অর্থ এই দুটি কোনোমতেই আমার প্রধান নীতি নয়
Image Credit: Googe
তিনি বলেন সেইদিনটি আমার জন্য দুঃখজনক হবে যেই দিন আমি উড়বো না
Image Credit: Googe
আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াতে বিশ্বাসী নই। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিই এবং সময়ের সাথে সেটি সঠিক ছিল তা প্রমান করে দিই
Image Credit: Googe
জোরে হাঁটতে হলে একা হাঁটুন। তবে বহুদূর যাওয়ার ইচ্ছে থাকলে একসঙ্গে হাঁটুন
Image Credit: Googe
এমন অনেক না করা বিষয় আছে যেগুলো অন্যভাবেও করা যেত কিন্তু যেগুলো করতে পারিনি সেগুলোর দিকে আমি আর পিছন ফিরে তাকাতে চাইনা
Image Credit: Googe
পড়ুন বিস্তারিত