Medium Brush Stroke
বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম বড় তারকা হলেন Shah Rukh Khan, শুধু ভারতের মানুষ না সারা বিশ্বের মানুষজন তাঁকে চেনে।
Image Source: Google
Medium Brush Stroke
তিনি কারোর কাছে Bollywood Badshah কখনও আবার King Khan, কয়েক শতাব্দী ধরে তাঁর অনবদ্য অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করে নিয়েছে।
Image Source: Google
Medium Brush Stroke
সালটা ১৯৮৮ ‘দিল দরিয়া’ টেলিভিশন অনুষ্ঠানে মাধ্যমে তাঁর আত্ম প্রকাশ ঘটে।
Image Source: Google
Medium Brush Stroke
১৯৮৯ সালে Fauji নামক সিরিজ লঞ্চ করা হয়। তারপর পরিচালক মানি কুলের সিরিজ Idiotছবিতে তাকে দেখা যায়।
Image Source: Google
Medium Brush Stroke
১৯৯২ সালে Deewana মুক্তি পায়। ১৯৯৫ সালে Karan Arjun মুক্তির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি King Khan-কে।
Image Source: Google
Medium Brush Stroke
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় Dilwale Dulhania Le Jayenge সিনেমাটি মুক্তি পাবার পর।
Image Source: Google
Medium Brush Stroke
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্লকবাস্টার ছবিগুলি হল Kal Ho Naa Ho, Chalte Chalte, Veer-Zaara, Swades, Chak De! India, Don
Image Source: Google
Medium Brush Stroke
SRK ১৪ টা filmfare পুরস্কারও জিতে নিয়েছেন। ২০০৫ সালে তিনি ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী অর্জন করেন।
Image Source: Google