Image Credit: Google
‘চোখ ঘষা’ আমাদের সবার একটা অভ্যাস, কিন্তু সেটা ভালো না খারাপ?
1
Image Credit: Google
চিকিৎসকরা বলছেন, চোখ ঘষলে অশ্রু তৈরি হয়, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
2
Image Credit: Google
কিন্তু বেশি চোখ ঘষার অভ্যাসটাও আবার ভালো নয়। এর ফলে একাধিক সমস্যা সৃষ্টি হতে পারে।
3
Image Credit: Google
চোখের নিচে ডার্ক স্পট, এর পেছনে শুধু কম ঘুম নয়, আছে চোখ ঘষার অভ্যাস।
4
Image Credit: Google
চোখের বাহ্যিক অংশের ক্ষতি করে না বরং এটি আমাদের চোখের দৃষ্টিশক্তিকেও প্রভাবিত করে।
5
Image Credit: Google
চোখে এলার্জি হলে চোখ খুব চুলকায়, এ সময় চোখ ঘষলে সংক্রমণ বেড়ে যায়।
6
Image Credit: Google
চোখ ঘষার কারনে অপটিক নার্ভের ক্ষতি হয়। যার ফলে দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা দেয়।
7
Image Credit: Google
বেশি চোখ চুলকালে অবশ্যই চোখের চিকিৎসকের পরামর্শ নিন।
8
Learn more