Indian premier league, ক্রিকেট প্রেমীদের আইপিএল নিয়ে উৎফুল্লের শেষ নেই

Image Credit: Googe

তবে আইপিএলের মরশুমে প্লেয়ারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও ট্রাভেল করতে হয়, আজকের দিনে চিয়ারলিডার মানেই গ্ল্যামারে ভরপুর

Image Credit: Googe

কিন্তু জানেন কি চিয়ার লিডারদের পারিশ্রমিক কত? জানলে হয়তো অবাক হবেন

Image Credit: Googe

এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয় চিয়ারলিডার, চিয়ারলিডার নিয়োগের ক্ষেত্রে এজেন্সিগুলি IPL-এর দলগুলোর সঙ্গে যোগাযোগ করে

Image Credit: Googe

প্রতি চিয়ারলিডার একটি মরশুমে প্রায় ৫-৭ লাখ টাকার কাছাকাছি আয় করেন, তবে টা প্লেয়ার দের থেকে অনেকটাই কম

Image Credit: Googe

ম্যাচের পর প্রতিটি টিম পার্টি দেয়। সেখানেও পারফর্ম করতে হয় চিয়ারলিডারদের। এই পারফরম্যান্সের জন্যও তারা আলাদা করে টাকা পান

Image Credit: Googe

তবে চিয়ারলিডার মানেই গ্ল্যামার বোঝানো হলেও, তাদের চাপটা অনেক বেশি থাকে, ক্রিকেট প্রেমীদের খেলা দেখার মাত্রা কে কয়েক গুন বাড়িয়ে দেন তারা

Image Credit: Googe