বাস্তবে আমরা যেদিকে তাকায় সেদিকেই কত রকম রঙ (Colour), চারিদিক রঙ দিয়ে মোড়ানো আমাদের পৃথিবী
Image Credit: Unsplash
কোনোকিছুতে যদি রঙ না থাকতো, তাহলে জীবনে এতো বৈচিত্র ও আসতো না
Image Credit: Unsplash
কিন্তু জানেন কি বিভিন্ন রঙের রয়েছে মনস্তাত্বিক প্রভাব
Image Credit: Unsplash
সাইকোলজিস্টদের মতে লাল রঙ ক্ষুদা বৃদ্ধি করে, ডিপ্রেশন কমায় এবং রাগান্বিত মনোভাবের বৃদ্ধি ঘটায়
Image Credit: Unsplash
বেগুনি রঙ প্রবলেম সলভিং স্কিলসগুলোর বিকাশ সাধন করে, পাশাপাশি সৃজনশীলতা বিকাশে এই রঙ এর ভূমিকা রয়েছে
Image Credit: Unsplash
হলুদ যাঁদের প্রিয় রং, তাঁরা সৎ ও নিষ্ঠাবান ও ধার্মিক প্রকৃতির মানুষ হন
Image Credit: Unsplash
কালো রং প্রিয় মানুষ গুলো কর্তৃত্ব ফলাতে ভালোবাসেন
Image Credit: Unsplash
সবুজকে মনে করা হয় সবচেয়ে পরিপূর্ণ রং সবুজ রং কোন ডিসিশন নিতে সাহায্য করে
Image Credit: Unsplash
বিস্তারিত পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন
Image Credit: Unsplash
বিস্তারিত পড়ুন