সবসময় সঙ্গে জল রাখুন, তৃষ্ণার্ত বোধ করলেই জল পান করুন, জল ছাড়া বাইরে যাবেন না
Image Credit: Googe
হাল্কা ঢিলে ঢালা পোশাক পড়ুন, বাইরে বেরলে সঙ্গে রাখুন ছাতা, টুপি, যতটা সম্ভব মুখ ঢেকে রাখুন, সানগ্লাস ব্যাবহার করুন
Image Credit: Unsplash
হাল্কা খাবার খান, তরমুজ, শসা জাতীয় ফল খান। লেবু জল খান, মাঝে মাঝে ORS খেতে পারেন
Image Credit: Unsplash
চড়া রোদে বাইরে বেরোবেন না, বেরোলেও বেশিক্ষণ বাইরে না থাকার চেষ্টা করুন
Image Credit: Unsplash
দিনের বেলা রোদের মধ্যে বেশি পরিশ্রমের কাজ করবেন না
Image Credit: Google
এই সময় অতিরিক্ত চা কফি খাবেন না, বা খুব ঠাণ্ডা পানীয় খাবেন না
Image Credit: Unsplash
বেশি মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন, হাল্কা পাতলা খাবার খান যেগুলি খুব সহজে হজম হবে
Image Credit: Unsplash
মাঝে মাঝে ভেজা গামছা বা কাপড় দিয়ে গা মুছে ফেলুন
Image Credit: Unsplash