Image Credit: Google

আমাদের বিশ্বে পার সেকেন্ডে প্রায় ১.৪ বিলিয়ন বার ধরে গড়ে ৪৪ টি করে বজ্রপাত হয়।

 1 

Image Credit: Google

বজ্রপাত বেশি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে অথবা গ্রীস্মমন্ডলীয় অঞ্চলে।

 2 

Image Credit: Google

উড়োজাহাজের উপর কি বজ্রপাত হয়?  যদি উত্তরটি হ্যাঁ হয়, সেক্ষেত্রে কি কি ক্ষতি হয়?

 3 

Image Credit: Google

অধ্যাপক জন হান্সম্যান প্রশ্নটির উত্তরে জানান,' হ্যাঁ…

 4 

Image Credit: Google

উড়োজাহাজ আকাশের উপরে থাকা অবস্থাতেও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই।

 5 

Image Credit: Google

যেকারণে বাণিজ্যিক উড়োজাহাজ গুলি তৈরী করার সময় বজ্রপাত প্রতিরোধী করেই তৈরী করা হয়।

 6 

Image Credit: Google

তবে ১৯৬৭ সাল নাগাদ বজ্রপাতের কারণে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল যুক্তরাষ্ট্রে।

 7 

Image Credit: Google

উড়োজাহাজের মধ্যেকার বিদ্যুৎ পরিবহণের তার গুলি ইনসুলেটর দিয়ে মোড়ানো থাকে।

 8 

Image Credit: Google

উড়োজাহাজের বাইরেকার অংশ তৈরী বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে।

 9 

Image Credit: Google

আকাশে থাকা অবস্থাতে বজ্রপাত হলেও ইলেকট্রনের স্রোত পুরো দেহে ছড়িয়ে পুনরায় বায়ুমন্ডলে ফিরে চলে যায়।

 10 

Image Credit: Google

এসমস্ত কিছু থেকে বোঝাই যাচ্ছে বজ্রপাত উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

 11

Image Credit: Google

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

 12

Arrow