Horoscope,যারা রাশি চক্র  বিশ্বাস করেন তারা জানতে চান, জীবনসঙ্গী হিসেবে কোন রাশি তাদের জন্য উপযুক্ত। তাহলে দেখুন কোন রাশির সঙ্গে কোন রাশির (Astrology) মিল রয়েছে

Image Credit: Googe

মেষঃ এই রাশির জাতকরা উগ্র হয়ে থাকেন। এই জাতকদের উপযুক্ত সঙ্গী হল মীন এবং কর্কট রাশির ব্যক্তিরা

Image Credit: Pixabay

বৃষঃ এই রাশির জাতকরা ধীরস্থির ও সহনশীল প্রকৃতির। এই জাতকদের উপযুক্ত সঙ্গী হল কর্কট রাশির ব্যক্তিরা

Image Credit: Pixabay

মিথুনঃ এই রাশির জাতকরা বড়ই রসিকতাজ্ঞান সম্পন্ন হয়ে থাকে। এদের উপযুক্ত সঙ্গী হল তুলা এবং কর্কট

Image Credit: Pixabay

কর্কটঃ এই রাশির জাতকরা চাপা স্বভাবের হয়ে থাকে। বৃষ এবং তুলা রাশি এদের ভালো সঙ্গী হতে পারে

Image Credit: Pixabay

সিংহঃ এই রাশির জাতকরা মহৎ উদার ও স্নেহশীল হয়ে থাকে। এদের জন্য উপযুক্ত বৃশ্চিক এবং মিথুন রাশির ব্যাক্তি

Image Credit: Pixabay

কন্যাঃ এই রাশির জাতকরা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকে। মকর এবং তুলা রাশির ব্যক্তিরা এদের জন্য উপযুক্ত

Image Credit: Pixabay

তুলাঃ এই রাশির জাতকরা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারি হয়। এদের জন্য উপযুক্ত রাশি হল সিংহ এবং ধনু

Image Credit: Pixabay

বৃশ্চিকঃ এরা দৃঢ় প্রতিজ্ঞ ও গোপণীয়তা প্রিয়। এই রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ এবং মকর উপযুক্ত সঙ্গী হতে পারে

Image Credit: Pixabay

ধনুঃ এরা প্রকৃত জ্ঞানের অধিকারী হয়। এদের জন্য উপযুক্ত সঙ্গী রাশি হল কুম্ভ ও মেষ

Image Credit: Pixabay

মকরঃ এই রাশির জাতকরা আরামপ্রিয় ও ধীরস্থির সম্পন্ন হয়ে থাকে। কন্যা এবং মীন রাশি এদের জন্য উপযুক্ত

Image Credit: Pixabay

কুম্ভঃ এই রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকেন। মিথুন এবং সিংহ এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি

Image Credit: Pixabay

মীনঃ এই রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই রাশির উপযুক্ত সঙ্গী রাশি হল মকর ও কর্কট

Image Credit: Pixabay