চুলের (hair loss problem) সমস্যা নিয়ে আমরা কম বেশি সবাই ভুক্তভুগি। এটি একটি অত্যন্ত অপ্রীতিকর সমস্যা।

Image Credit: Googe

দৈনিক ৫০-১০০ টি পর্যন্ত চুল পড়া খুবই স্বাভাবিক। সমস্যা হয় যখন অত্যাধিক চুল পড়ছে অথচ নতুন করে আর চুল গজাচ্ছে না।

Image Credit: Googe

ফিরিয়ে আনার উদ্দেশে কখনো ঘরোয়া উপায় তো কখনো নামি দামি বিভিন্ন ধরণের প্রোডাক্টের স্বরণাপন্ন হই।

Image Credit: Googe

প্রথমে জানা প্রয়োজন যে কি কারণে এতো চুল পড়ছে? সেই মতো ঘরোয়া উপায় অবলম্বন করে চুল পড়া বন্ধ করতে হবে।

Image Credit: Googe

নজর রাখুন মাথার সামনের দিকে চুল পাতলা হতে শুরু করেছে কিনা? এছাড়াও স্ক্যাল্প ইনফেকশন এবং খুশকির সমস্যা দেখা দিচ্ছে।

Image Credit: Googe

স্ক্যাল্পে ইনফেকশন চুল পড়ার অন্যতম কারণ। দৈহিক হরমোনের হটাৎ করে পরিবর্তন চুল পড়ার ক্ষেত্রে দায়ী হয়ে থাকে।

Image Credit: Googe

প্রেগনেন্সির পরবর্তী সময়ের পাশাপাশি মেনপজের পরও মহিলাদের বেশি করে চুল উঠতে থাকে।

Image Credit: Googe

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Image Credit: Googe

Arrow