মশা থেকে বাঁচতে মশারি, ধূপ, স্প্রে - কত উপায়ই না অবলম্বন করি আমরা
Image Credit: Google
ক্ষণিকের স্বস্তি পাওয়া গেলেও, তেমন লাভ হয় না
Image Credit: Google
কিছু ঘরোয়া উপায় মেনে চললে মশার হাত থেকে রক্ষা পাওয়া যাবে
Image Credit: Google
জমা জল মশার আঁতুড় ঘর। তাই কোথাও জল জমতে দেওয়া চলবে না
Image Credit: Google
ঘরের জানালা, দরজা বন্ধ করে এক টুকরো কর্পূর জ্বালিয়ে দিন এতে মশা ঘরে ঢুকবে না
Image Credit: Google
ধুনো দিলে মশা কম হয়, ধুনোর সঙ্গে নিমপাতা গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন
Image Credit: Google
মশা তাড়াতে পিপারমিন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান
Image Credit: Google