জীবনের পথ চলতে গিয়ে আমরা সকলেই 'এপ্রিল ফুল' হয়েছি।

বছরের একটি দিন প্রত্যেক মানুষ একে অপরকে বোকা বানানোর খেলায় অংশ নেয়।

April Fools' Day-হাসি, মজা, বোকা বানানোর এক অন্যতম দিন।

১৫৮২ সালের ফ্রান্সে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন।

ওই বছরই ফ্রান্সে জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে চালু হয়েছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

এই দিনটির সূচনা খুঁজে পাওয়া যায় প্রাচীন রোমের একটি উৎসবে।

Image Souce: pinterest

যার নাম ‘Hilaria ফেস্টিভ্যাল’

মিশরের পৌরাণিক কাহিনির সঙ্গেও এপ্রিল ফুল জড়িয়ে রয়েছে।

তবে যতই মজা করুন না কেন!

মনে রাখবেন আপনার মজা যেন অন্য কারও দুঃখের কারণ না হয়।