Good Friday কেন পালন করা হয় অনেকেই জানেন না, এর পিছনে রয়েছে ঐতিহাসিক গল্প

Image Credit: Googe

যীশুখ্রিষ্ট এই দিনেই নিঃস্বার্থভাবে মানবতার জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন

Image Credit: Unsplash

রোমানিয় সৈন্যদের দ্বারা এই দিনেই যীশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল

Image Credit: Unsplash

গুড ফ্রাইডে-র অন্য নাম'হোলি ফ্রাইডে', আবার অনেকে দিনটিকে 'ব্ল্যাক ফ্রাইডে' ও 'গ্রেট ফ্রাইডে' বলে থাকেন

Image Credit: Unsplash

এদিন যীশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে যীশুর ক্রশ-কে চুম্বন করার একটি প্রথা রয়েছে। দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা

Image Credit: Unsplash

এই দিন গির্জায় কোনো ধরনের ঘণ্টা বাজানো হয় না। এই দিনে বিশেষ ভাবে প্রার্থনা করা হয়

Image Credit: Unsplash

গুড ফ্রাইডের ৪০ দিন আগে থেকে খ্রীষ্ট ধর্মাবলম্বীরা মানুষরা নিরামিষ খাবার খান। কারন যীশু মানবসেবা করার আগে ৪০ দিন ব্রত করেছিলেন

Image Credit: Unsplash

এভাবেই গোটা পৃথিবী জুড়ে পালিত হয়ে আসছে Good Friday

Image Credit: Googe