সালটা ২০১৮, মুক্তি পেয়েছিলো বলিউড ছবি Dhadak, যে ছবি দাগ কেটেছিল সিনেমা প্রেমীদের মনে।

Image Credit: Googe

এই ছবির হাত ধরেই দুই স্টার কিডের অভিষেক হয়েছিলো বলিউডে। Dhadak ছবির সাফল্যের পর এবার আসছে Dhadak 2

Image Credit: Googe

Dhadak সিনেমায় আমরা দেখেছিলাম এক নতুন জুটির প্রেমের রসায়ন। আসন্ন Dhadak 2 তে দর্শাকরাও পাবেন এক নতুন জুটির গল্প।

Image Credit: Googe

Siddhant Chaturvedi ও Tripti Dimri জুটি বাঁধতে চলছেন Dhadak 2-র জন্যে। এই ছবিতেও দেখানো হবে একটি প্রেমের গল্প।

Image Credit: Googe

Dhadak 2 ছবিটি পরিচালনা করবেন পরিচালক শাজিয়া ইকবাল। কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি হবে এই ছবি।

Image Credit: Googe

শীঘ্রই শুরু হবে Dhadak 2-এর প্রি-প্রোডাকশনের কাজ। Dharma Productions তৈরি হবে এই ছবি।

Image Credit: Googe