Buddha Purnima বা বুদ্ধজয়ন্তী, বৌদ্ধ সম্প্রদায়ের মতোই হিন্দুসংস্কৃতির জন্যও সমান গুরুত্বপূর্ণ
Image Credit: Googe
বৈশাখ মাসের পূর্ণিমার দিন পালন করা হয় Buddha Purnima এই তিথিটিকে ঘিরে রয়েছে বুদ্ধের তিনটি স্বরণীয় ঘটনা
Image Credit: Googe
সিদ্ধার্থ গৃহত্যাগ করার পর যেদিন বুদ্ধত্ব লাভ করলেন সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি
Image Credit: Googe
বুদ্ধত্ব লাভ করার পর গৌতম বুদ্ধধর্মের প্রচারে বেরিয়েছিলেন। তিনি যেদিন মহারিনর্বাণ লাভ করেছিলেন সেই দিনটিও ছিল বৈশাখী পূর্ণিমা তিথি
Image Credit: Googe
চিনা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি চুতর্থ মাসের প্রথম পূর্ণিমায় পালন করা হয়
Image Credit: Googe
অপরদিকে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি মে মাসে অনুষ্ঠিত হয়ে থাকে Buddha Purnima
Image Credit: Googe
এইদিন ভক্তরা ভোর ভোর উঠে স্নান সেরে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালন শুরু করে
Image Credit: Googe
গৃহের প্রবেশ দ্বারে হলুদ রোলি দিয়ে হিন্দুধর্মালম্বীদের পবিত্রতার প্রতীক স্বস্তিক চিহ্ন আঁকা হয়
Image Credit: Googe
বৌদ্ধধর্ম অনুসরকারিরা এই দিনে বুদ্ধগযায় ভিড় করেন। এসমস্ত কিছুর উর্দ্ধেও এই দিন বৌদ্ধধর্মগ্রন্থ পাঠ করা হয়
Image Credit: Googe
আরও জানুন