থ্রিডি ছবি 'ভোলা' শীঘ্রই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
আজয়ের এই ছবি নিয়ে আগ্রহের অন্ত নেই দর্শক মহলের।
'ভোলা'র সোশাল মিডিয়ার
রিপোর্ট
কার্ড কি বলছে?
দক্ষিণী ছবি কাইথি'র হিন্দি রিমেক ভোলা।
ভোলা'য় অ্যাকশনে ভরপুর।
দীর্ঘ কয়ে
ক বছর পর একসাথে জুটি বাঁধলেন Ajay & Tabbu
থ্রিডি ছবি দেখেই কাজল স্ট্যাটাসে লেখেন ‘মাস্ট মাস্ট মাস্ট ওয়াচ।’
কাজল বলেন, আমি যতক্ষণ দেখলাম, সারাক্ষণ হাততালি আর চিয়ার করেছি।
Learn more