নারী মানেই শাড়ি, শাড়িতেই নাড়ির অহংকার। তাইতো আজও শাড়িতেই নারীদের বিশেষ আকর্ষণ থাকে।

Image Source: Google

আপনার পছন্দের শাড়ি দীর্ঘ সময় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে? যত্ন নিন এভাবে…

Image Source: Google

শাড়ির ভাঁজে ন্যাপথলিন, কালোজিরা, নিমপাতা ইত্যাদি দিয়ে রাখুন, এতে পোকায় কাটবে না।

Image Source: Google

সুতির শাড়ি হালকা মাড় দিয়ে ইস্ত্রি করলে ভালো থাকবে। নেট, সিল্ক, টিস্যু শাড়ি আলমারিতে ঠেসে ঠেসে রাখবেন না।

Image Source: Google

হ্যাঙারে দুটো শাড়ি একসাথে রাখবেন না। পারফিউম কখনো শাড়িতে স্প্রে করবেন না।

Image Source: Google

ভেজা হাত শাড়িতে মুছবেন না। সুতি শাড়ি ছাড়া সব শাড়ি ড্রাইওয়াশ করবেন। ধোয়ার সময় ব্রাশ দিয়ে বেশি ঘষাঘষি করবেন না।

Image Source: Google

শাড়িতে দাগ লাগলে সঙ্গে সঙ্গে ট্যালকম পাউডার বা লেবুর রস কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

Image Source: Google