Mukesh Ambani-র নাম শোনেননি এমন নাগরিক নেই বললেই চলে। তিনি শুধু ভারতের নয় পুরো বিশ্বের শীর্ষ ধনীদের একজন।

Image Credit: Googe

তিনি একজন ভারতীয় ধনকুবের এবং Reliance Industries চেয়ারম্যান। ৮৪.৩ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ রয়েছে।

Image Credit: Googe

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, Reliance Industries চেয়ারম্যানের সম্পত্তি প্রায় ১৬৪ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

Image Credit: Googe

১৯৮১ সালে Reliance Industries কাজ করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন Mukesh Ambani

Image Credit: Googe

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিকানার মুকুট Mukesh Ambani-র দখলে। আম্বানিরর পরিবারের সদস্য সংখ্যা মাত্র ছয়।

Image Credit: Googe

বিলাসবহুল বাড়ি বানানো হয়েছে ৪ লাখ বর্গফুটের। বাড়িটির নাম Antilia, যার ফ্লোর সংখ্যা ২৭

Image Credit: Googe

Ambani-র বিলাসবহুল বাড়ির ছাদে হেলিপ্যাড রয়েছে। বাড়ির অন্দরে রয়েছে একটি বিশাল আকৃতির শৈল মন্দির।

Image Credit: Googe

শুধু Reliance Industries না, প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানের মালিক Ambani

Image Credit: Googe