Benefits of exercise শরীরকে সুস্থ রাখার মূল চাবিকাঠিই হলো Exercise ও Physical activity

Image Credit: Googe

কিন্তু প্রশ্ন হচ্ছে দৌড়াবেন কিভাবে? ধীরগতিতে নাকি দ্রুতগতিতে

Image Credit: Googe

আপনার শরীরের যদি  রক্তচাপ ক্রমাগত ওঠানামা করে। সেক্ষেত্রে দ্রুতগতিতে দৌড়ানো বা ভারী ব্যায়াম করা উচিত না।

Image Credit: Googe

বিশেষজ্ঞদের মতে জোরে দৌড়ানো রোমাঞ্চকর ঠিকই,পরমুহূর্তেই ভয়ংকর ফল হতে পারে। দৌড়ানো উচিত মাঝারি গতিতে

Image Credit: Googe

জোরে দৌড়ানোর ফলে অ্যাড্রিনালিন হরমোনের পরিমানে বৃদ্ধি পায় এবং উচ্চরক্তচাপ এর মতো সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা অধিক।

Image Credit: Googe

ধীরগতিতে দৌড়ালে হৃদপিন্ড ভালো থাকবে পাশাপাশি ওজন কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

Image Credit: Googe

ধীরগতি বলতে চিকিৎসকেরা বলেন প্রতি কিমি ৬-৮ মিনিট। আপনি সুস্থ স্বাভাবিক হলে এই গতিটি আপনার জন্য একেবারে মোক্ষম গতি।

Image Credit: Googe