কম্পিউটার সায়েন্সর একটি অংশ Artificial intelligence, বুদ্ধিমত্তা অর্থাৎ কোনো বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করার যে শক্তি তার সহযোগে তৈরি হয় Ai applications

Image Source: Google

একটি মেশিন যেটি মানুষের মতো বুদ্ধিমান, মানুষ যা যা কাজ করতে পারে এই মেশিনটিও সেগুলো করতে পারে যাকে বলা হয় Artificial intelligence robot

Image Source: Unsplash

১৯৪৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা কে নিয়ে বক্তব্য দেন ইংরেজ গণিতবিদ এলেন টিউরিং তারপর থেকেই এই নিয়ে গবেষণা শুরু হয়

Image Source: Unsplash

আইফোনের জনপ্রিয় ফিচার SIRI personal assistant, আমাজন ECHO এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত প্রোডাক্ট

Image Source: Unsplash

ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো তে, রোবট তৈরিতে, এমনকি হেলথ ইন্ডাস্ট্রিগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর ব্যবহার করা হয়

Image Source: Unsplash

এগুলির দ্বারা অতি দ্রুত ও নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত মেশিন গুলিতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম বললেই চলে

Image Source: Unsplash

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে বেকারত্বের সংখ্যার বৃদ্ধি ঘটাবে কারণ এটি অনেকের দৈনন্দিন রোজগার কেড়ে নেবে

Image Source: Unsplash

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে গোটা পৃথিবীজুড়ে প্রতিনিয়ত চর্চা চলতেই থাকে। বেশ কয়েকটি মুভিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষ্য করা গেছে যেমন Robot, Matrix

Image Source: Unsplash

মুভিগুলোতে দেখতে পাওয়া যায় মানুষের মতো রোবট সমস্ত দিক সামালাচ্ছে যা Artificial intelligence এর সর্বাধিক প্রয়োগ হতে পারে

Image Source: Unsplash