Amitabh Bachchan টুইটারের বেশ অ্যাক্টিভ, বিভিন্ন বিষয় নিয়ে নিয়মত টুইট করেন তিন

Image Credit: Googe

কিন্তু হঠাৎ করে ভেরিফায়েড নীল চিহ্ন হারিয়ে গেল, একদমই যে হঠাৎ টা নয়

Image Credit: Googe

ইলন মাস্ক আগেই ঘোষণা করেছিলেন যে, ২০ এপ্রিল থেকে টুইটার ব্যবহারকারীদের নামের পাশের নীল টিক চিহ্ন বা ‘ব্লু টিক’ থাকবে না

Image Credit: Googe

নীল টিক চিহ্ন পেতে হলে মাসে ৬০০ থেকে ৭০০ টাকার সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে তবেই এই সুবিধা পাওয়া যাবে

Image Credit: Googe

নিয়ম মেনে সাবস্ক্রিপশন চার্জ দিয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও, তবে নীল টিক চিহ্ন   ভ্যানিস হয়েছে তাঁর প্রোফাইল থেকে

Image Credit: Googe

টুইটে অমিতাভ রসিকতা করে লিখলেন, “ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এ বার তো টাকা দিয়ে দিয়েছি

Image Credit: Googe

এই প্রোফাইল থেকে এখনো পর্যন্ত প্রায় ৪৬২৩ টি টুইট করেছে তিনি

Image Credit: Googe

যে সব তারকা নীল টিক হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, বীর দাস, নার্গিস ফকরি, প্রকাশ রাজ এবং রবি কিশন

Image Credit: Googe