অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আউটলাইন বাংলা ডেস্কঃ কয়েকদিন আগে থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে একটানা বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের পাঁচ জেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরে আসছে এবং হিমালয়ের পার্বত্য এলাকায় প্রচুর পরিমানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রচুর পরিমানে বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৮১ শতাংশ। আজ সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরের বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার। আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

today weather report 09 07 2020
Image Source: Google

বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকালের পর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ,মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলা গুলিতে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে হতে পারে বন্য, ও বেশ কিছু জায়গায় পাহাড়ে ধস দেখা দিতে পারে। রাস্তাও বন্ধ হতে পারে বলে জানিয়েছে।

today weather report 09 07 2020
Image Source: Google

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস