Homeবিবিধপঞ্চমী থেকে দশমী, কোন দিন বৃষ্টি ? জানাল আবহাওয়া দফতর

পঞ্চমী থেকে দশমী, কোন দিন বৃষ্টি ? জানাল আবহাওয়া দফতর

আউটলাইন বাংলা ডেস্কঃ গরমে নাজেহাল রাজ্যবাসী। আর কয়েকদিন পরেই দুর্গাপুজোয় (Durga Puja 2020) উৎসবে মেতে উঠবে বাঙালি। আর তাই পুজোর আগেই যাতে বৃষ্টি হয়ে যায় সেই আসায় রয়েছেন রাজ্যবাসী। তবে বর্ষা বিদায় নিলেও বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি বৃষ্টি ভাব। তবে এই মুহূর্তে আবহাওয়া দফতর (Weather Report) জানিয়েছে রাজ্যে আপাতত বৃষ্টির দেখা মিলবে না। তবে তুমুল বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর (Durga Puja 2020) তিনদিন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর পুজোর প্রথম তিন দিন অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে (Weather Report)। সাথে সাথে জানিয়েছে আগামী ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হতে পারে।

দুর্গাপূজা ভারতের সর্বাপেক্ষা প্রতীক্ষিত উৎসব। এমনিতেই করোনা আবহের জেরে পুজোর আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে। তার ওপর বৃষ্টির খবর রীতিমতো ভারাক্রান্ত বঙ্গবাসী।

এই মুহূর্তে