Friday, March 24, 2023

সরকারি চাকরি দেওয়া হবে মমতা মোদিকেও, বললেন দীপ্সিতা ধর

আউটলাইন বাংলা: বিধানসভা নির্বাচন নিয়ে উত্তাল বাংলা। এর মধ্যেই এবারের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর দুর্গাপুরের সুকান্ত পল্লী এলাকায় এক জনসভায় একসাথে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

মঙ্গলবার দুর্গাপুরে জনসভা থেকে বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি তাঁদের সত্যিকারের সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে তাঁদেরকেও একটি করে সরকারি চাকরি দেওয়া হবে। কাউকে খালি হাতে ফেরানো হবে না। এর পাশাপাশি তিনি দাবি করেন, তাঁরা ক্ষমতায় এলে কোন স্বজনপোষণ হবে না।

দীপ্সিতা আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি বাঘিনী। অন্যদিকে বিজেপির নতুন আমদানি মিঠুন দা বলছেন উনি জাত গোখরো। ওনারা কেউ চাকরির কথা বলেছেন না। সংযুক্ত মোর্চা বলে আমরা চাকরি দেব। আমরা যোগ্যতা অনুযায়ী চাকরি দেব। এসএসসি পরীক্ষা হবে, পিএসসির পরীক্ষা হবে। চাকরি পাওয়ার জন্য আপনার তৃণমূলের টু পাস নেতাদের কাছে যেতে হবে না। আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন। সমস্ত শূন্যপদে নিয়োগ হবে।”

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট