রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ধনকড়ের নিশানায় শাসকদল তৃণমূল

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যের শাসক দলকে নিয়ে একরাশ অভিযোগ তুলে ধরলেন জগদীপ ধনকড়। ওই দিন তিনি এক ঘণ্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষ করে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) সাংবাদিকদের মুখ-মুখি হয়ে জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। অবাধে বোমা তৈরির কারখানা রমরমা চলছে। এছাড়াও তিনি বলেন রাজ্যে দিন দিন রাজনৈতিক হিংসা, দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলছে। রাজ্যে আল-কায়দার জাল বিস্তার করছে, ওই দিন তিনি আমলাদের দিকেও আঙুল তুলেন।

সব শেষে তিনি জানান সমস্ত বিষয়ে একাধিকবার প্রশাসনকে চিঠি দিয়েও কোনো উত্তর মেলেনি। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর রাজ্যের একাধিক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দিয়েছেন জগদীপ ধনকড়।

টুইটটি দেখে নিনঃ

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস