Wednesday, March 22, 2023

WB Election 2021: ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বামেদের

আউটলাইন বাংলা ডেস্কঃ প্রথম দফা ভোটের আগে প্রার্থীতালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এই প্রার্থীতালিকায় রয়েছেন মোট ১০ জন প্রার্থীর নাম। তবে শান্তিপুর কেন্দ্রে বামেদের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। পাশাপাশি বনগাঁ দক্ষিণ কেন্দ্রেও প্রার্থীর নাম বদল করা হয়েছে। দেখে নিন প্রার্থীতালিকা।

ধুপগুড়ি-ড. প্রদীপ কুমার রায় (সিপিএম)
ময়নাগুড়ি-নরেশ চন্দ্র রায় (আরএসপি)
দার্জিলিং-গৌতমরাজ রাই (সিপিএম)
কার্শিয়াং-উত্তম শর্মা (সিপিএম)
সামশেরগঞ্জ-মোদাসসার হোসেন (সিপিএম)

হরিণঘাটা-অলোকেশ দাস (সিপিএম)
বনগাঁ উত্তর-পীয়ূষ কান্তি সাহা (সিপিএম)
বনগাঁ দক্ষিণ-তাপস কুমার বিশ্বাস (সিপিএম)
উলুবেড়িয়া উত্তর-অশোক দলুই (সিপিএম)
মন্তেশ্বর-অনুপম ঘোষ (সিপিএম)

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট