Friday, March 31, 2023

WB Election 2021: ভোট যুদ্ধের দিন ঘোষণার আগেই রাজ্যে এল ১২ কোম্পানির CRPF

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ২০২১ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। ভোট যুদ্ধের দিন ঘোষণার আগেই রাজ্যে এল ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আগামী ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে মোট ১২৫ কোম্পানি বাহিনী। আজ শনিবার সকালে রাজ্যে পা রেখেছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর এরিয়া ডমিনেশন, রুটমার্চের জন্য এসেছে তারা। থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি।

ভোটের দিন ঘোষণার আগেই নির্বাচন কমিশন প্রাথমিক ধাপের প্রস্ততি সেরে রাখতে চাইছে। গতকালই জানানো হয়েছিল রাজ্যে আসছে ১২ কোম্বানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ২ কম্পানি বাহিনী পৌঁছেছে দুর্গাপুরে। ১ কোম্পানি পৌঁছেছে বীরভূমে, ১ কোম্পানি পৌঁছেছে বাঁকুড়ায়। বর্ধমানে পৌঁছেছে ১ কম্পানি সিআরপিএফ, ডানকুনিতে পৌঁছেছে ৫ কম্পানি বাহিনী এবং কলকাতা স্টেশনে ৪ কম্পানি সিআরপিএফ নামবে।

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ওই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হবে। আরও জানা গিয়েছে, করোনার নিয়মবিধির কারনে তাদের আগে থেকে রাজ্যে আনা হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই জেলায় জেলায় এরিয়া ডমিনেশন, রুটমার্চ শুরু হবে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট