আউটলাইন বাংলা ডেস্কঃ ভোট রাজনীতিতে (WB Assembly Elections 2021) তৎপর গোটা রাজ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। আজ ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার তিন বিধানসভা আসনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম সভা গড়বেতা। দ্বিতীয় সভা কেশিয়াড়ীতে। তৃতীয় সভা কলাইকুণ্ডায়।
ভোটের মুখে শাসক বিরোধী দুই শিবিরের তরফে শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার। অন্যদিকে আজই নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে গোটা পুরুলিয়া জেলায়। তাই ফের একবার জনসংযোগে শান দিতে পুরুলিয়ার ভাঙড়া মোড়ে জনসভা করবেন তিনি।