Wednesday, March 22, 2023

WB Elections 2021: তৃণমূল ছাড়লেন বিধায়ক Debashree Roy

আউটলাইন বাংলা ডেস্কঃ ভোটের মুখে ফের ধাক্কা খেল তৃণমূল। দল ছাড়লেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy)। আজ সোমবার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানান রায়দিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy)।

গত কিছুদিন আগে থেকে দেবশ্রীর দল ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল। তবে এবার সব জল্পনার অবসান ঘটল। আজ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, দল তাঁকে ‘ব্যবহার’ করেছে। কিন্তু ‘সম্মান’ দেয়নি। দু’ বারের বিধায়ক হওয়ার পরও মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনও কমিটিতেও জায়গা পাইনি।

প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এবার গেরুয়াশিবিরে যোগ দেবেন অভিনেত্রী? যদিও অভিনেত্রী জানিয়েছেন, “অভিনয়ে ফিরতে চাই।” তবে কোনও দল সম্মান নিয়ে ডাকলে কাজ করতে আপত্তি নেই।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট