Wednesday, March 22, 2023

WB Election 2021 Voting Updates: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০ আসনে ভোটগ্রহণ শুরু

আউটলাইন বাংলা ডেস্কঃ আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহন শুরু হয়েছে। আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। আজ নন্দীগ্রামে ভিভিআইপি আসনে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ভোট গ্রহন চলছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও। আজ দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে।

নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, “বাংলার জনগণের কাছে অনুরোধ, যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে, তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন।“

আজকের নির্বাচনে নন্দীগ্রামের একটি বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট