আউটলাইন বাংলা ডেস্কঃ আজ ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার তিন বিধানসভা আসনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজকের জনসভায় তৃণমূলনেত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি পার্টি ভন্ডামির পার্টি, দুর্নীতির ফ্যাক্টরি এমনই মন্তব্য করে মেদিনীপুরে গড়বেতার সভা থেকে পদ্ম শিবিরকে কটাক্ষ করলেন। এরপরই তিনি বলেন, “আমরা সাধ্যমতো দিচ্ছি। আর নরেন্দ্র মোদি রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোলের দাম বাড়িয়েছে। ওরা মন্দির মসজিদকে টাকা দেবে ভোট চাইবে। দুর্যোধন, দুঃশাসনের দলকে একটি ভোটও নয়। যদি কেউ বাসে করে গুন্ডা এনে ভয় দেখায় তাদের ভয় পাবেন না। কটাক্ষের সুরে বলেন সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদ। আপনারা বলবেন অনেক হার্মাদ দেখেছি ভয় পাব না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ভোটটা দেবেন। ওদের হাতে একটা কার্ড আছে, সেটা দেখিয়েই নানজনকে নাগরিক তালিকা থেকে বাদ দেবে ওরা। আমরা তা করতে দেব না। বাংলায় এনপিআর হবে না। আমরা মানুষের জন্য কাজ করেছি, যারা বলে কি করেছে এত দিন? তাঁরা সকলেই জেনে রাখুন বাংলায় ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে। শ্মশান, সবুশ্রী, খাদ্যসাথী, বিনা পয়সায় বাড়ি। এমন কোনও জায়গা নেই যেখানে আমি কাজ করিনি।” আমার পায়ে আঘাত, পায়ের বদলা মা বোনেদের পায়েই আগামীর পথচলা খুঁজে নেব। জনসভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।