Wednesday, March 22, 2023

WB Assembly Elections 2021: দিলীপ ঘোষের কেন্দ্র বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রথম দু’দফা নির্বাচনের আরও ২টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। খড়্গপুর সদর ও বড়জোড়া আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। খড়গপুর সদরে (Kharagpur Sadar) বিজেপি প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)। অন্যদিকে বড়জোরা (Barjora) আসনে ভোটে লড়বেন সুপ্রীতি চট্টোপাধ্যায় (Supriti Chatterji)।

খড়্গপুর সদর আসনের বিজেপি বিধায়ক ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার ওই আসনে প্রার্থী হিচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)। এর আগে গত শনিবার বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দুটি দফার জন্য ৫৭ আসনের তালিকা ঘোষণা করেছিল।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট