Friday, March 31, 2023

WB Assembly Election 2021: আজা পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে Mamata

আউটলাইন বাংলা ডেস্কঃ নন্দীগ্রামে আহত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজা প্রথম জেলা সফর শুরু করছেন। পুরুলিয়ায় আজ জোড়া সভা করবেন, বক্তব্য রাখবেন হুইলচেয়ারে বসেই। আজ দুপুর ১টা নাগাদ ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা করবেন, এবং পরের সভা দুপুর ৩টে নাগাদ বলরামপুরে। সেখানে রথতলায় বিকেল ৩টের সময় সভা করবেন তিনি।

ভোটের মুখে দলীয় কর্মীদের আজ কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সে দিকেই নজর গোটা রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে বসে সাড়ে চার কিলোমিটার র‍্যালিতে অংশ নিয়েছিলেন। তিনি জানিয়েছেন ভাঙা পায়ে হুইলচেয়ারে বসে ভোট প্রচার সারবেন তিনি। সাথে বলেছেন খেলা হবে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট