নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ বীরভূম জেলায় পাঁচটি সতী পীঠের মধ্যে অন্যতম বীরভূমের নলহাটির নলাটেশ্বরী মন্দির। নলহাটি থানার অন্তর্গত রয়েছে ছোট বড় অনেক গ্রাম। বিভিন্ন গ্রামে রয়েছে পানীয় জলের বিভিন্ন সমস্যা।
গ্রামবাসীদের দাবি গ্রামে যে পানীয় জলের কল রয়েছে সেই কলের জল ব্যবহার করে অনেকের শরীরে কালো ছোপ, দাগ সহ শরীরের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সে নিয়ে সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। গ্রামগুলোতে যে কল গুলো ছিল সেগুলির জল পানের অযোগ্য বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে পরিশুদ্ধ পানীয় জলের জন্য ট্যাংকের দাবি রেখেছিলন। ঠিক সেইমতো নলহাটি থানার ভগবতীপুর তৈরি হচ্ছে জলের ট্যাঙ্ক এবং পাইপ লাইনের কাজ।
আরও দেখুন- দুর্নীতি রুখতে ভিডিওগ্রাফি করে রাস্তা তৈরির অভিনব উদ্যোগ
এর ফলে সুবিধা পাবে নলহাটির উদয়নগর, হরিদাসপুর, বাউটিয়া, সোনার কুন্ডু সহ অনেক গ্রাম। আশেপাশের কিছু গ্রাম পাথুরে এলাকাই অবস্থিত হওয়ায় পানীয় জলের সমস্যা এখানে দীর্ঘ দিনের। সাধারন মানুষ অনেকদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন, অবশেষে তাদের দাবী পূরণ হতে চলেছে। শুরু হয়ে ট্যাঙ্ক নির্মাণের কাজ।