আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়ার ল্যান্স কার্লসন নামে এক ভূতাত্ত্বিক সমুদ্রে সাঁতার কাটতে নেমে অক্টোপাসের (Octopus) কবলে পড়লেন। এমনকি ভূতাত্ত্বিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অক্টোপাসের একটি ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হতে শুরু করে। ভূতাত্ত্বিক অক্টোপাসটিকে ‘রাগী’ বলেছেন।
সম্প্রতি ল্যান্স পরিবারসহ পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সমুদ্রসৈকতে ঘুরতে যান। সেখানে গিয়ে তিনি সমুদ্রে স্নান করতে নামেন। জলে নামার পর হঠাৎই তিনি বুঝতে পারে তাঁর পায়ে কেউ জোরে আঘাত করছে এবং পড়ে তাঁর বাঁ দিকের পিঠেও কেউ আঘাত করে। এই ঘটনার পর ল্যান্স জলের দিকে তাকাতেই দেখেন একটি অক্টোপাস তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করছে।
কোনওভাবে অক্টোপাসের কবল থেকে বেঁচে সেখান থেকে সরে যান তিনি। পরে তিনি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে সেই ‘রাগী’ অক্টোপাসের একটি ভিডিও করেন।।সেখানে দেখা যাচ্ছে অক্টোপাসটি তাঁর দিকে তেড়ে আসছে।
দেখুন ভিডিওঃ