Friday, March 31, 2023

ঠুমকা মারতে গিয়ে ছিঁড়ে গেল রাখি সাওয়ান্তের ব্লাউজ, অস্বস্তিতে অভিনেত্রী

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: হোলি স্পেশাল একটি অনুষ্ঠানে সিগনেচার স্টাইলে ঠুমকা মারতে গিয়ে ছিঁড়ে গেল রাখি সাওয়ান্তের ব্লাউজ। ব্যাশ এতেই ঘটল বিপত্তি। কোনো রকমে শাড়ি ঢাকা দিয়ে বেড়িয়ে গেলেন। কিন্তু বিপত্তিটা ঘটল ব্যাক স্টেজে গিয়ে। এই ঘটনারই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ব্লাউজ ছিঁড়ে যাওয়ার ঘটনায়, ড্রেস ডিজাইনারের উপর খাপ্পা অভিনেত্রী। এবং রেগে গিয়ে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে কন্ট্রোভার্সি কুইন বলেন। কিন্তু আমি স্টেজে নিজের ব্লাউজ নিজেই ছিঁড়ব, এমন দিন আসেনি।’ এছাড়াও বলতে শোনা গিয়েছে, ‘নাচের আগেই ব্লাউজ ছিঁড়ে গেল, কী ধরনের কাপড় ওরা ব্যবহার করেছে, আপনারাই দেখুন। আমি কী এখন সেপটিপিন লাগিয়ে নাচ করব?’

দেখুন ভিডিওঃ

বলিউডের আইটেম কুইন রাখি সাওয়ান্ত বলেন “এখনও আমি একটাও ঝটকা মারিনি। আর তাতেই ব্লাউজ ফেটে গেল।“ এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এর পরই ভিডিওতে দেখা যায়, রাখির সহযোগীরা গোলাপী রঙের ব্লাউজ দ্রুত মেরামতির চেষ্টা করছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট