Friday, March 31, 2023

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়িতেই পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দেখুন ভিডিও

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়িতেই পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। তাও একবার নয়, তিন তিনবার। ঘটনাটি ঘটেছে, ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেজ এন্ড্রুজে। সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে, জো বাইডেন আটলান্টায় যাচ্ছিলেন, সেখানে এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে। আর যাওয়ার পথেই এই বিপত্তি।

তবে গার্ডিয়ান জানিয়েছে, এই ঘটনার সময় প্রচণ্ড জোরে বাতাস বইছিল। জো বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন, তিনি কোনোরকম আঘাত পাননি। হোঁচট খেতে খেতে পড়ে গিয়েও বার দুয়েক উঠে দাঁড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখেনিন ভিডিওটিঃ

ওই ভিডিওতে দেখা গিয়েছে, জো বাইডেনকে তার সহকারীরা বিমানের গেটের দিকে কিছুটা এগিয়ে দেন। তারপর কয়েকটা সিঁড়ি ওঠার পরই হোঁচট খেয়ে পড়ে যান। তাও একবার নয়, তিন তিনবার। তারপর বিমানের পেটে প্রবেশ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট