Tuesday, January 19, 2021
Home দেশের কচরা হাতির পিঠে উঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়লেন যোগগুরু রামদেব

হাতির পিঠে উঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়লেন যোগগুরু রামদেব

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ হাতির পিঠের ওপর উঠে যোগাসন করতে গিয়ে আচমকাই উল্টে পড়ে গেলেন বিশ্বখ্যাত যোগগুরু রামদেব। হাতির পিঠে ওপরে উঠে যোগাসন দেখানোর সময়ই হঠাৎ হাতিটি হাঁটতে শুরু করা মাত্রই উল্টে পড়ে যান রামদেব। তবে তিনি কোনো রকম আঘাত পাননি। তিনি পুনরায় উঠে দাঁড়িয়েছেন।

এই ঘটনাটি ঘটেছে মথুরার রামনারেতি আশ্রমে। সেখানে তিনি সন্ন্যাসীদের যোগ ব্যায়াম শেখাচ্ছিলেন। জানাগিয়েছে শরণানন্দ মহারাজকেও তিনি যোগাসন শিখিয়েছেন। বিশ্বখ্যাত যোগগুরু রামদেব হাতির পিঠ থেকে পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা গেছে রামদেবকে হাতির পিঠে উঠে যোগাসন করতে। শুরুটা ঠিক ঠাক থাকলেও, হঠাৎ হাতিটি হাঁটতে শুরু করায় ঘটে যায় বিপত্তি। হাতির পিঠ থেকে ব্যায়ম করতে করতে আচমকা মাটিতে পড়ে যান রামদেব। পড়ে যাবার সঙ্গেসঙ্গে উঠে দাঁড়ান রামদেব, এবং হাঁসিমুখে সামনের দিকে এগিয়ে যান।

দেখুন ভিডিওটিঃ

Most Popular