আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহন শুরু হয়েছে। ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। আজ দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। ভোট গ্রহন চলছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোটগ্রহণ। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও।
দ্বিতীয় দফার নির্বাচনের দিন রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য অনুরোধ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে,আমি সকলের কাছে আবেদন করব বৃহৎ সংখ্যায় ভোট দানে অংশ নিতে। আপনার একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে। তাই, সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে,আমি সকলের কাছে আবেদন করব বৃহৎ সংখ্যায় ভোট দানে অংশ নিতে।
আপনার একটি ভোট বাংলায় নিশ্চিত পরিবর্তন আনবে। তাই, সবাই এগিয়ে আসুন এবং ভোট দিন নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলা গড়তে।
— Amit Shah (@AmitShah) April 1, 2021