Wednesday, March 22, 2023

ভোটের সময় ডিউটি করতে পারবে না গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমে পরেছে রাজনৈতিক দলগুলি। এমন পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের সময় গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্টুডেন্ট পুলিশদের দিয়ে কোনও ভাবে ডিউটি করানো যাবে না।

এছাড়াও জানিয়েছে, যে এলাকা গুলিতে ভোট কেন্দ্র পড়বে সেখানে ভোটের তিন দিন আগে থেকে ও ভোটের পরের দিন পর্যন্ত গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার কিংবা স্টুডেন্ট পুলিশ কোনো রকম ডিউটি করতে পারবে না। ভোট যুদ্ধে অশান্তি রুখতে ইতিমধ্যেই এলাকায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

কমিশন সূত্রে খবর, এই নির্দেশিকা নবান্ন ও লালবাজারে পাঠানো হয়েছে। ভোটের সময় যাতে গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার কিংবা স্টুডেন্ট পুলিশদের ডিউটি দেওয়া না হয়। তবে এই ব্যাপারে আগেই কমিশনের কাছে দাবি করেছিল বিরোধীরা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট