বিরুষ্কার ঘরে আসতে চলেছে নতুন অতিথি, কোহলি নিজেই স্ত্রীর ছবি পোস্ট দিলেন সুখবর

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) মা হতে চলেছেন। বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে খুশির খবর জানিয়ে, অনুষ্কার শর্মার (Anushka Sharma) বেবি বাম্প-এর ছবি আপলোড করেছেন। এই সুখবর ইনস্টাগ্রামের মাধ্যমে প্রকাশ্যে আসতেই বলিউডের সেলেব থেকে শুরু করে ক্রীড়া মহলের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

আগামী জানুয়ারিতে বিরুস্কা পরিবারে নতুন সদস্য আসছে৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ইনস্টাগ্রামে খুশির খবর পোস্ট করে ছবির ক্যাপশনে লিখেছেন “আর তারপর, আমরা এখন তিনজন, সে আসছে ২০২১-এর জানুয়ারিতে।“ একই ছবি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

View this post on Instagram

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

A post shared by Virat Kohli (@virat.kohli) on

২০১৭ সালে ডিসেম্বর মাসে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। তাঁদের বিবাহের পর থেকেই বহুবার শোনা গিয়েছে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির জীবনে নতুন অতিথি আসছে। তখন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি জানিয়েছিল এই খবর সত্য না। তবে এই বারের খবর একদম সত্য। তাঁরা ২ থেকে ৩ হতে চলেছেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস